obbokto-prem


অব্যক্ত প্রেম (কবিতা)

হাসান ইবনে আমিন
--

থুতনিটা গ্রিলে ঠেকিয়ে দুচোখ আকাশের পানে।

দোতলার বারান্দায় আকাশ দেখছ নীলিমা।

পড়ন্ত বিকেলের আলোয় আবছা তোমার ডান গালের তিলটা।

ঠিক যেন সর্বনাশা রূপে উপর কালো চাঁদের পূর্নিমা।

রোজকার মত আমিও দাড়িয়ে, করিম চাচার চা দোকানে।

ঘামে ভেজা শার্ট আর পুরোনো স্যান্ডেল ঠিক করার অভিনয়ে ব্যাস্ত।

দৃষ্টি তোমার কাজল রাঙ্গা চোখের উপর, যার সীমানা দূর  আকাশের অসীম শূন্যে।

 

এক বারের জন্যও তাকাওনি এদিকে ।

না শুধু আজ নয়। গত প্রায় একটি বছর।

রোজ এসেছি। তুমিও প্রায় রোজ এসেছ বারান্দায়।

যেদিন থেকে ভুল করে তুমি আমায় তোমার বন্ধু ভেবে ভুল নামে ডেকেছিলে।

কেন যে এসেছ।... কারণটা আজো অজানা।

আমিতো মোহে পড়েছি। প্রেম বুঝিনা।

তবে এখন ছোট চা স্টলটাই আমার বিকেল বেলার ঠিকানা।

 

তোমার গালে লেপটে থাকা আধো ভেজা চূল।

মৃদু বাতাসে জর্জেটের ওড়নার দোল খেলা।

আর তোমার প্রিয় কালো ছোট টিপ যা কখনই বাদ পরেনি কপালের অালতো চুমুু থেকে।

লাল নীল সবুজ। তোমায় দেখেছি শত রঙের সাজে।

কখনো আবেগ; কখনো আনন্দ।

কখনো গাল গড়িয়ে পড়া জল। বিষন্ন চোখের ভাবনা।

তোমার কত শত মুহুর্তের স্বাক্ষী আমি।

নীলিমা... একটি বার তাকাওনা।

 

সাহস করে কখনো ডাকা হয়নি।

কখনো বলা হয়নি কত শত স্বপ্ন সাজে মনে।

নামটাই জানা হয়নি।

শুধু জানি তুমি আকাশ পছন্দ কর।

তাই তুমি নীলিমা।

আমি উড়তে পারিনা।

আমিতো সঙ্খচিল নই।

তাই অালতো করে কখনো হয়ত তোমায় ছুঁয়ে দেখা হবেনা।

---------------------------------------

Hasan Ebna Amin


আরো পড়ুন-

তন্দ্রা এবং তুমি

আমাদের বাংলা স্বাস্থ্য ব্লগ -  www.valothakun.com

আমাদের ইংরেজি স্বাস্থ্য ব্লগ- www.dr-hasan.info

আমাদের ফ্রি মোবাইল এপস ও গেমস- https://it.dr-hasan.info