তন্দ্রা এবং তুমি

-----------------------------------------------------------------

হঠাৎ লোড শেডিং,

আবছা ঘুমে চার্জার জ্বালানোটা যেন বিলাসিতা,
লেপের আদরে আরো জড়িয়ে আসা চোখের পাতা।
বহু দূরে, কোথায় যেন...  রিনঝিন শব্দ।
বৃষ্টি? ধ্যাত এই শীতে বৃষ্টি কথুকে।
তন্দ্রামাখা কল্পনার ছুটে চলা।
সব কিছু সুনসান। নি:স্তব্ধ।

আবার রিনঝিন...
গোছার  মাঝে চুড়ি গুলোর যেন অলস ঠোকাঠুকি।
বহু দূরে, অনেক দূর থেকে ভেসে আসা চির চেনা তার গা-এর মিষ্টি একটা গন্ধ....
কল ছল হাসি, চঞ্চল পা ফেলার মৃদু ছন্দ।

হঠাৎ...
কি যেন চোখে পড়ল,
বহু দূরে কিঞ্চিৎ থমকে গিয়ে ঘাড় ঘুরিয়ে তার চোরা চোখের হাসি!!

হয়ত...
অপলক চোখে তার চলে যাওয়া দেখা।
দূরে। সফেদ শাড়ির আচল দুলিয়ে
আরো দূরে। রং তুলিতে আঁকা।

চুড়ির রিনঝিন...
আবার....
চোখ খুলে তাকালাম। ঝিঝির বিরামহীন ডাক।
ছুটে চলা ঘড়ির টিক টিক।
ঘুটঘুটে আঁধারে আমি আছি একা
আর আছে তারে খুজে পাওয়ার অসীম আকাংখা।
-------------------------
হাসান ইবনে আমিন

আরো পড়ুন-


Hasan Ebna Amin